Thursday, July 15, 2021
Quick Snap
New e-tax filing system likely in Sep, Chattogram Customs target to earn 11% of national budget in revenue this year, NBR to launch home-grown online system September 1, Two more SMEs to go public, BSEC probing abnormal prices in buy orders, Banks cut back on loan write-off, CDC Group announces $30m trade finance loan to City Bank, Target setting revised for 2nd phase, BIDA OSS to offer 14 more services, Deposits in NBFIs drop in Q1, LafargeHolcim sales, profit jump, Baraka Patenga Power makes debut today, BGMEA to urge govt to keep factories open from 31 July, Envoy Textile to invest Tk176 crore to expand spinning project
News Focus
Macro Economy News:
New e-tax filing system likely in Sep
Chattogram Customs target to earn 11% of national budget in revenue this year
NBR to launch home-grown online system September 1
Market News:
Two more SMEs to go public
BSEC probing abnormal prices in buy orders
Bank & NBFI News:
Banks cut back on loan write-off
CDC Group announces $30m trade finance loan to City Bank
Target setting revised for 2nd phase
BIDA OSS to offer 14 more services
Deposits in NBFIs drop in Q1
Cement News:
LafargeHolcim sales, profit jump
Fuel & Power News:
Baraka Patenga Power makes debut today
Textile News:
BGMEA to urge govt to keep factories open from 31 July
Envoy Textile to invest Tk176 crore to expand spinning project
Thursday, July 8, 2021
Quick Snap
Daily deaths cross 200-mark in deadliest week. Dengue spike rings alarm. Financial regulators attempt to align rules on climate risks. BBS yet to unveil GDP, other data. Stocks continue to fall amid profit taking. Plan big to diversify exports. BSEC approves proposal. BSEC okays Asheq Rahman as DSE chief regulatory officer. BSEC to bid adieu to OTC market. Approval for Pran Agro’s Tk 150cr bond. Genex stocks plunge despite new business deal. SBAC to enhance investment in retail and SME sectors. Stocks slide further as banks keep losing. High-value clearing cheque presentment until 12pm.
News Focus
Macro Economy News:
Daily deaths cross 200-mark in deadliest week
Dengue spike rings alarm
Financial regulators attempt to align rules on climate risks
BBS yet to unveil GDP, other data
Market News:
Stocks continue to fall amid profit taking
Plan big to diversify exports
BSEC approves proposal
BSEC okays Asheq Rahman as DSE chief regulatory officer
BSEC to bid adieu to OTC market
Food & Allied News:
Approval for Pran Agro’s Tk 150cr bond
IT News:
Genex stocks plunge despite new business deal
Bank and Banking News:
SBAC to enhance investment in retail and SME sectors
Stocks slide further as banks keep losing
High-value clearing cheque presentment until 12pm
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড রাশিয়ার আবিস্কৃত করোনাভাইরাসের টিকা ‘স্পুটনিক ভি’ এর ১ কোটি ডোজ আমদানি করতে চায়। পাশাপাশি কোম্পানিটি এই টিকা উৎপাদনেও আগ্রহী। স্বাস্থ্যসেবা বিভাগের চিঠিতে বলা হয়েছে, ‘ওরিয়ন ফার্মা লিমিটেড ১০ মিলিয়ন ডোজ (১ কোটি) টিকা রাশিয়া থেকে আমদানি ও তাদের নতুন প্রতিষ্ঠিত সর্বাধুনিক কারখানায় শুধুমাত্র কোভিড-১৯ প্রতিরোধী টিকা উৎপাদনের প্রস্তাব পেশ করেছে। ওরিয়ন ফার্মার প্রস্তাবটি কোভিড-১৯ মহামারি মোকাবেলায় জরুরি ভিত্তিতে দেশের সকল জনগণকে টিকাদানের আওতায় আনতে সরকারের প্রচেষ্টার সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। যেহেতু কোভিড অতিমারি সহজে এবং কয়েক মাসের মধ্যে চলে যাবে বলে মনে হয় না, তাই এই টিকা স্থানীয়ভাবে উৎপাদন করতে পারলে দেশের ও দশের মঙ্গল হবে বলে আশা প্রকাশ করা হয়। Orion Pharma Limited এর প্রস্তাবটি বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছে।’উল্লেখ, ওষুধ প্রশাসন অধিদপ্তর করোনা ভাইরাস মোকাবেলায় জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য এখন পর্যন্ত ৬টি টিকার অনুমোদন দিয়েছে, যার মধ্যে স্পুটনিক ভি-ও আছে। গত এপ্রিল মাসের শেষভাগে এই অনুমোদন দেওয়া হয়।
রাশিয়ান সরকার বাংলাদেশে টিকা বিক্রির পাশাপাশি তাদের টিকা উৎপাদনের প্রযুক্তি হস্তান্তরেও আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে। অন্যদিকে সরকার স্থানীয়ভাবে টিকা উৎপাদনে সক্ষম প্রতিষ্ঠানগুলোর মান যাচাইয়ে একটি কারিগরি কমিটি গঠন করেছে। এই কমিটি গঠনের সময় জানানো হয়, দেশের ৩টি ওষুধ কোম্পানির প্ল্যান্টে করোনার টিকা উৎপাদনের মতো সক্ষমতা রয়েছে। কোম্পানি তিনটি হচ্ছে- ইনসেপটা ফার্মাসিউটিক্যালস, পপুলার ফার্মাসিউটিক্যালস ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস। তখন সরকারের তালিকায় ওরিয়ন ফার্মার নাম ছিল না। তাছাড়া কোম্পানিটির নতুন প্ল্যান্টে টিকা উৎপাদনের অভিজ্ঞতার বিষয়টিও স্পষ্ট নয়। তাই সরকার স্থানীয়ভাবে করোনার টিকা উৎপাদনের অনুমতি দিলেও ওরিয়ন ফার্মার এই অনুমতি পাওয়ার সম্ভাবনা কতটুকু তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এদিকে স্পুটনিক ভি আমদানি ও উৎপাদনের অনুমতি চাওয়ার খবরেই বাজারে উর্ধমুখী হয়ে উঠে ওরিয়ন ফার্মার শেয়ারের দাম। আজ বুধবার (১৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ারের দাম প্রায় পাঁচ শতাংশ বেড়ে ৫৪ টাকা ৬০ পয়সা থেকে ৫৭ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।
Source: Arthosuchak, 17-06-2021
Link: https://www.arthosuchak.com/archives/654672/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%aa%e0%a6%be/
পুজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২২টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ১৯টি কোম্পানি ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। এরমধ্যে করোনাকালেও ১৩টি কোম্পানির মুনাফা বেড়েছে। বাকি ৬টির মধ্যে মুনাফা কমেছে ৫টির এবং ১টির লোকসান বেড়েছে। মুনাফা বৃদ্ধি পাওয়া ১৩ কোম্পানি হলো- অ্যাসোসিয়েট অক্সিজেন, বারাকা পাওয়ার, ডরিন পাওয়ার, ইস্টার্ন লুব্রিকেন্টস, এনার্জিপ্যাক, জিবিবি পাওয়ার, খুলনা পাওয়ার, লুব-রেফ (বাংলাদেশ), এমজেএল (বাংলাদেশ), পাওয়ার গ্রিড, সামিট পাওয়ার, তিতাস গ্যাস, শাহাজীবাজার পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার।
অন্যদিকে, গত বছরের তুলনায় আয় কমেছে ৫টির। কোম্পানিগুলো হলো- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই, এনার্জিপ্যাক পাওয়ার, যমুনা ওয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং পদ্মা ওয়েল। আর লোকসানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির। কোম্পানিগুলোর মধ্যে নতুন কোম্পানি রয়েছে ৩টি-অ্যাসোসিয়েট অক্সিজেন, লুব-রেফ ও এনার্জি প্যাক পাওয়ার। নতুন তিন কোম্পানির মধ্যে আয়ে চমক দেখিয়েছে লুব-রেফ। কোম্পানিটির আয় বেড়েছে ৮০ শতাংশ। অন্যদিকে, অ্যাসোসিয়েট অক্সিজেনের আয় ১৫ শতাংশ বাড়লেও এনার্জি প্যাক পাওয়ারের আয় কমেছে ৪৫ শতাংশ।
Source: Share News 24, 17-06-2021
Link: https://www.sharenews24.com/article/35995/index.html
আইসিবি এএমসিএল ইউনিট ফান্ড এবং বাংলাদেশ ফান্ডের ট্রাস্টি হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছে আইসিবি এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। তাই এই ফান্ড দুটির ট্রাস্টিশীপ পরিবর্তন করে নতুন কোন স্বাধীন ট্রাস্টির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার বিএসইসি’র ৭৭৬তম সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
আইসিবি এএমসিএল ইউনিট ফান্ড এবং বাংলাদেশ ফান্ড দুইটি আইসিবি এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট পরিচালনা করে। বিনিয়োগকারীদের স্বার্থে ফান্ড দুইটির পরিচালনা থেকে আইসিবি এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে অব্যাহতি প্রদানপূর্বক অন্য কোনো স্বাধীন ট্রাস্টির নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। ফান্ড দুইটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে আইসিবি’রই সাবসিডিয়ারি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
Source: Share News 24, 08-06-2021
Link: https://www.sharenews24.com/article/35593/index.html
করোনার ধাক্কা লেগেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানিতে। গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিগুলোর আয় কমেছে। কোম্পানিগুলো হলো- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, দুলামিয়া কটন স্পিনিং মিলস, এনভয় টেক্সটাইলস, ইস্কয়ার নিট কম্পোজিট, ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, হামিদ ফ্যাব্রিক্স, কাট্টালী টেক্সটাইল, নুরানী ডায়িং এন্ড সুয়েটার, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, প্যারামাউন্ট টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইলস, জাহিন স্পিনিং এবং জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। করোনার নেতিবাচক পরিস্থিতির কারণে তৃতীয় প্রান্তিকে এসব কোম্পানির আয় কমেছে। এর মধ্যে কিছু কোম্পানি আয় থেকে লোকসানে চলে গেছে। আবার কিছু কোম্পানির লোকসানের পাল্লা ভারি হয়েছে। চলতি মাসেই এসব কোম্পানির ইয়ার ক্লোজিং হবে। আয় কমা ও লোকসান হওয়া কোম্পানিগুলো থেকে ডিভিডেন্ড পাওয়া নিয়ে দু:চিন্তায় রয়েছে বিনিয়োগকারীরা।
গত বছরের মার্চের শেষে দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়। ওই সময় বন্ধ থাকে সরকারী-বেসরকারি সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান। উৎপাদন বন্ধ থাকায় কোম্পানিগুলো থেকে কর্মীও ছাঁটাই করা হয়। একই সাথে কর্মরত কর্মীদের বেতন-ভাতাও কমানো হয়। দীর্ঘদিন পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শিল্প কারখান খুলতে থাকে। কিন্ত পুরোপুরি স্বাভাবিক পরিবেশ ফিরে না আসায় সেভাবে মুনাফা করতে পারেনি অনেক কোম্পানি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে সবচেয়ে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়। করোনার কারণে বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নেয় বস্ত্র খাত থেকে। বাতিল হয়ে যায় অনেক অর্ডার। যার প্রভাবে বস্ত্র খাতের কোম্পানিগুলোর মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ে।
Source: Share News 24, 08-06-2021
Link: https://www.sharenews24.com/article/35592/index.html
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী এক বছরের মধ্যে ১৫টি আইন প্রণয়ন করা হবে। অর্থমন্ত্রী বলেন, ‘আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে ১৫টি আইন দেখতে পারবেন এগুলো বন্ধ করার জন্য। আমি নিজে জানি কিভাবে এগুলো হয়, কারা করে জানি না। অদক্ষ ব্যবস্থাপনা, ইনএফেকটিভ ম্যানেজমেন্টের জন্য এগুলো হয়। আমরা সংস্কারমুখী কাজ করব। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে দায় নিয়ে কাজ করতে পারে, সে ব্যবস্থা করে দেব। কোনো টলারেন্স নেই এখানে টাকা এখন দেশে আসে।’
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে পুঁজিবাজার বসে যায় এমন অভিযোগের জবাবে অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পুঁজিবাজারের লেনদেন ৩০ গুণ বেড়েছে। তিনি বলেন, ‘পুঁজিবাজার কেমন করে বসে গেল? পুঁজিবাজারে হয়তো লেনদেন নেই। পুঁজিবাজার সম্পর্কে তথ্য রাখেন না, হয়তো সেজন্য বলছেন। যদি ডাটা দেখি, যখন ক্ষমতায় আসি তখন পুঁজিবাজারে লেনদেন এক লাখ ৪ হাজার কোটি টাকা ছিল। তা এখন পাঁচ গুণ বেড়েছে। তিনি বলেন, গড় লেনদেন ছিল দৈনিক ২৮ কোটি টাকা যা এখন ৩০ গুণ বেড়েছে। তাহলে পুঁজিবাজার ধসে গেল কেমন করে? বিদেশে পাচার হয়ে যাচ্ছে দেশের টাকা-বিরোধীদলের সংসদ সদস্যদের এমন অভিযোগের পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘নামগুলো আমাদের দেন। কাজটি করলে আমাদের জন্য সহজ হবে। এখনো অনেকেই জেলে আছে। বিচার হচ্ছে। আগে যেমন ঢালাওভাবে চলে যেত, এখন তেমন নেই। কারা টাকা নিয়ে যায়, লিস্ট আমার কাছে নেই।
Source: Share News 24, 08-06-2021
Link: https://www.sharenews24.com/article/35607/index.html
গত বছরের ফ্রেব্রুয়ারি-মার্চে পুঁজিবাজার যখন নাজুক অবস্থায়, তখন অন্যান্য খাতের মতো বীমা খাতের শেয়ারের দরও তলানিতে নেমে যায়। সে সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বীমার শেয়ারে সবচেয়ে বেশি বিনিয়োগ করে। এতে দেখা যায়, জুলাই-আগস্টে বীমার শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বেড়ে দাঁড়ায় ৩৫ থেকে ৪০ শতাংশের উপরে।
এরপর সেপ্টেম্বর-অক্টোবর সময়ে বীমার শেয়ারে র্যালী শুরু হয়। নভেম্বর-জানুয়ারি সময়ে বীমার শেয়ারে চলে বিশাল জোয়ারের টান। এই সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির ধুম পড়ে যায়। সাত-আট মাসের ব্যবধানে সাধারণ বীমার শেয়ার থেকে তারা ৩০০ গুণ থেকে ৬০০ গুণ পর্যন্ত মুনাফা তোলে। এ সময়ে তারা তাদের পোর্টফোলিও মোটামুটি খালি করে ফেলে। ফেব্রুয়ারিতে শুরু হয় বীমা খাতের শেয়ারে বড় সংশোধন। এ ধারা চলে মার্চ পর্যন্ত। এ সময়ে বেশিরভাগ বীমার শেয়ার দর ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ কমে যায়। বড় পতন দেখে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বীমার শেয়ারে আবার নজর ফেলতে থাকে। শুরু করে সাধারণ বীমার শেয়ার সংগ্রহ।
Source: Share News 24, 31-05-2021
Full Report: https://www.sharenews24.com/article/35281/index.html
বৃহস্পতিবার (২৭ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়ে হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার সাংবাদিকদের বলেন, চীন থেকে আমদানি করা প্রতি ডোজের দাম পড়বে ১০ মার্কিন ডলার বা ৮৫০ টাকা (১ ডলার ৮৫ টাকা ধরে)। তিনি আরও জানান, জুন, জুলাই ও আগস্টের শেষ দিকে ৫০ লাখ ডোজ করে তিন দফায় এ টিকা আসবে।
শাহিদা আক্তার আরও জানান, সরকার চীনের চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ বা সিনোফার্ম থেকে করোনাভাইরাস প্রতিরোধের জন্য এ দেড় কোটি টিকা কিনছে। বাণিজ্যিক চুক্তির আওতায় প্রথম চালানে সিনোফার্মের ৫০ লাখ টিকা জুনে বাংলাদেশে আসার কথা রয়েছে। এর আগে গত ১৩ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন, ‘বিভিন্ন দেশ থেকে আমরা এক কোটি টিকা কেনার ব্যবস্থা করেছি। খুব শিগগিরই দেশে টিকা আসতে শুরু করবে।’ এর ধারাবাহিকতায় চীনের সিনোফার্ম থেকে টিকা কেনার বিষয়টি গত ১৯ মে অনুষ্ঠিত অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন দেওয়া হয়।
Source: Share News 24, 30-05-2021
Full Report: https://www.sharenews24.com/article/35186/index.html
আসন্ন বাজেটে বড় ধরনের ভ্যাট ছাড় সুবিধার আওতায় আসছে আমদানিনির্ভর দেশি ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পের বেশ কয়েকটি পণ্য। স্থানীয় বিনিয়োগ প্রবাহ ও কর্মসংস্থান বাড়াতে এবং দেশীয় পণ্য উৎপাদনের মাধ্যমে বিদেশ নির্ভরতা কমানোর লক্ষ্য রয়েছে সরকারের। এ জন্য ২০২১-২২ অর্থবছরের বাজেটে আমদানিনির্ভর বেশ কিছু পণ্যে আয়কর ও ভ্যাটে ছাড় দেওয়ার প্রস্তাব করবে এনবিআর।
ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পের পণ্যের চলমান শুল্ক-কর সুবিধাও আগামী বাজেটে অব্যাহত রাখা হবে। সেক্ষেত্রে ১৫ শতাংশ পর্যন্ত ভ্যাট ছাড় পেতে যাচ্ছে এই খাতের সংশ্লিষ্ট বেশ কিছু পণ্য। এছাড়া এই খাতে নতুন কারখানা স্থাপনে কর অবকাশ সুবিধা দেওয়া হবে ১০ বছর পর্যন্ত। দেশি কোম্পানির উৎপাদিত সেলফোন হ্যান্ডসেট, লিফট, রেফ্রিজারেটর, এসি, ফ্রিজ, অটোমোবাইল, টিভিসহ ইলেকট্রনিকস ও অটোমোবাইল শিল্পের জন্য ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হতে পারে। তিন বছরের জন্য এ সুবিধা বহাল থাকার সম্ভাবনা রয়েছে। চলতি অর্থবছরের জুন পর্যন্ত ১৫ শতাংশ ভ্যাট ছাড় সুবিধা চলমান রয়েছে। ওয়াশিং মেশিন, ইলেকট্রিক সুইং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডারসহ হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনে নতুন করে ভ্যাট অব্যাহতির ঘোষণা আসতে পারে আগামী বাজেটে। হোম অ্যাপ্লায়েন্স সামগ্রীর জন্য নতুন করে ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির সুবিধা দেওয়া হবে। এ সুবিধা শুধু উৎপাদন পর্যায়ে দেওয়া হবে। বিক্রিতে ভ্যাট থাকবে না।
এনবিআর সূত্র বলছে, বিদ্যমান ২২টির পাশাপাশি আইটি খাতের আরও নতুন পাঁচটি সেবাকে কর অব্যাহতির সুবিধা দেওয়া হচ্ছে। সেবাগুলো হচ্ছে—ক্লাডউ সার্ভিস, সিস্টেম ইন্টিগ্রেশন, ই-লার্নিং প্ল্যাটফর্ম, ই-বুক পাবলিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস এবং ফ্রিল্যান্সিং। সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন কাস্টমাইজেশন, এনটিটিএন, ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট সার্ভিস, ওয়েব লিস্টিং, আইটি প্রসেস আউটসোর্সিং, ওয়েবসাইট হোস্টিং, ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল ডাটা এন্ট্রি অ্যান্ড প্রসেসিং, ডিজিটাল ডাটা অ্যানালেটিক্স, জিওগ্রাফিক্স ইনফরমেশন সার্ভিসেস, আইটি সাপোর্ট অ্যান্ড সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস, সফটওয়্যার ল্যাব টেস্ট সার্ভিস, কল সেন্টার সার্ভিস, ওভারসিজ মেডিক্যাল ট্রান্সক্রিপশনস সার্ভিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস, ডকুমেন্ট কনভারশন, রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং এবং সাইবার সিকিউরিটি সার্ভিস।
Source: Share News 24, 30-05-2021
Full Report: https://www.sharenews24.com/article/35230/index.html